জম্মু-কাশ্মিরের পার্লামেন্ট ভেঙ্গে দিলেন গভর্নর

|

নতুনভাবে সরকার গঠনের জন্য জম্মু-কাশ্মিরের পার্লামেন্ট ভেঙ্গে দিলেন গর্ভনর সত্য পাল মালিক। এরফলে, আগামী ৬ মাসের মধ্যে রাজ্যটির বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

রাজনৈতিক কোন্দলের কারণে, চলতি বছরের জুন মাস থেকেই গভর্নরের নিয়ন্ত্রণে রাজ্যের শাসন। তবে, বুধবার সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি গভর্নর বরাবর সরকার গঠনের চিঠি পাঠান। পিপলস ডেমোক্র্যাটিক পার্টির সভাপতির দাবি, পুরানো বিরোধী ওমর আবদুল্লাহ’র দল ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেসের সাথে জোট বাঁধবেন তিনি। এরফলে, ৮৭ আসনের বিধানসভায় এই জোটের রয়েছে ৫৬টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজন ৪৪ আসনের।

অন্যদিকে, পিপলস কনফারেন্সের সভাপতি সাজাদ লোন-ও সরকার গঠনের উদ্দেশে গভর্নরকে চিঠি দিয়েছেন। পার্লামেন্টে মাত্র দুটি আসনের ভাগীদার সাজাদের পক্ষে রয়েছেন বিজেপির ২৬ এবং স্বতন্ত্র ১৮ আইনপ্রণেতা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply