কাবুলে আলেমদের জমায়েতে বোমা হামলা, নিহত অন্তত ৪০

|

আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরো অন্তত ৬০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার রাতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক ইমাম ও আলেমদের এক জমায়েতে এ হামলা চালানো হয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদ মাজরোহ বলেন, হামলায় ৪০ জন মারা গেছেন এবং ৬০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা বেড়ে যাওয়ারও শঙ্কা প্রকাশ করেছেন তিনি।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শত শত মানুষ কাবুলে জমায়েত হয়েছিল। সেখানে বেশিরভাগ আলেমরা ছিলেন। হঠাৎ এক ব্যক্তি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটান। জায়গাটির নাম উরানাস ওয়েডিং প্যালেস।

দানিশ আরো বলেন, সেখানে বহু হতাহতের ঘটনা ঘটেছে। আমি ৩০ জনের লাশ গুনেছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply