পবিত্র ওমরাহ পালনে গেলেন তামিম

|

খেলতে চেয়েছিলেন উইন্ডিজ সিরিজে। কিন্তু ভাগ্যে সে সহায় হয়নি। ইনজুরি পিছু ছাড়ছে না এই ড্যাসিং টাইগার ওপেনারের।

এশিয়া কাপে কবজির ইনজুরি কাটিয়ে উঠেছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে ছিলেন না দলে।

আশা ছিল ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরে ফিরবেন তিনি।

কিন্তু পুনরায় পাঁজরের ইনজুরিতে বাইশ গজ থেকে আবার ছিটকে গেছেন তামিম ইকবাল।

নেটে ব্যাটিং অনুশীলনের সময় পাঁজরে আঘাত পান এই বাঁ হাতি ওপেনার । তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয় তাকে।

৪৫ ঘণ্টা ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে থাকেন তিনি। তবু সচ্ছন্দে ব্যাট হাঁকাতে ব্যর্থ হন তামিম।

ফলাফল অবসর আপাতত।

তবে সময়টাকে কাজে বেশ ভালোভাবে লাগিয়েছেন তিনি।

সূত্রের খবর, পবিত্র ওমরাহ্ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন তামিম ইকবাল।

শনিবার (১৭ নভেম্বর) রাতে জেদ্দার উদ্দেশে রওয়ানা হয়েছেন তামিম।

ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দলের বাইরে রয়েছেন তামিম। তার দ্বিতীয় টেস্ট খেলা নিয়েও রয়ে গেছে শংকা।

উল্লেখ্য, আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপের শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে বাঁ-হাতের আঙুলে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান তামিম।

তবে ম্যাচের শেষ দিকে মুশফিককে সঙ্গ দিতে এই চোট নিয়ে মাঠে নামেন তিনি। তার ভূয়োসী প্রশংসায় মেতে ওঠে বাংলাদেশসহ ক্রিকেটবিশ্ব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply