মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ ইস্যুতে মুখ খুললেন ট্রাম্প

|

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ ইস্যুতে তদন্তে সহযোগিতার অংশ হিসেবে সব প্রশ্নের লিখিত উত্তর দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও তদন্তের বিশেষ কৌঁসুলি রবার্ট মুয়েলারের দলের হাতে এখনও পৌঁছায়নি এসব উত্তর।

শুক্রবার হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান ট্রাম্প। বলেন, তদন্তে সমর্থন না থাকলেও জনমনে সৃষ্ট প্রশ্ন দূর করতে সহযোগিতা করছেন তিনি। এসব প্রশ্নের পেছনে নানা পক্ষের দুরভিসন্ধির কথাও উল্লেখ করেন ট্রাম্প।

দাবি করেন- অর্থহীন এক অনুসন্ধানের পেছনে লাখ-কোটি ডলার অপচয় করে চলেছে বিরোধীরা। ৱ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই নির্বাচনে জয়ী হতে রাশিয়ার সহযোগিতা নেয়ার অভিযোগ ওঠে ট্রাম্পের বিরুদ্ধে। অবশ্য কখনোই এসব অভিযোগ স্বীকার করেননি তিনি। বরাবরই জোর দিয়েছেন তদন্ত বন্ধের ওপর। এ তদন্তকে ‘জাতির কলঙ্ক’ হিসেবেও অভিহিত করেছেন প্রেসিডেন্ট।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply