শতভাগ সুষ্ঠু নির্বাচন পৃথিবীর কোথাও হয় না, আমাদের দেশেও হবে না: কবিতা খানম

|

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, বাংলাদেশে আজ নির্বাচনী হাওয়া বইছে, হাওয়াটা যেন বৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
শতভাগ নির্বাচন সুষ্ঠু হবে এটা পৃথিবীর কোথাও হয় না। আমাদের দেশেও হবে না। সুতরাং আমি বলতে চাই একটি গ্রহণযোগ্য নির্বাচন। যেটা প্রশ্নের উর্ধে থাকবে। সকালে কমিশনে সহকারি রিটার্নিং অফিসারদের নিয়ে এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সব দল আসায় নির্বাচন নিয়ে উৎসব যেমন আছে, তেমনি প্রত্যেকের মধ্যে আছে অসহিষ্ণুতা। ভোটের পরিবেশ যেকোন সময় বৈরি হয়ে উঠতে পারে। সুষ্ঠু ভোট আয়োজন ইসির একার পক্ষে সম্ভব নয়, দরকার সবার সহযোগিতা।

অন্যদিকে একই অনুষ্ঠানে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, তত্বাবধায়ক সরকার না থাকায় এবারের নির্বাচনের পরিবেশ চ্যালেঞ্জিং, তাই দায়িত্ব পালনও কঠিন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply