বেনাপোল সীমান্তে শিশুসহ ৪১ জন আটক

|

বেনাপোল প্রতিনিধি
অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আজ শুক্রবার সকালে বেনাপোলের পুটখালি ও দৌলতপুর সীমান্ত থেকে শিশু সহ ৪১ বাংলাদেশি নারী, পুরুষকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

আটকদের মধ্যে ১০ জন নারী, ২৩ জন পুরুষ ছাড়াও রয়েছে ৮ টি শিশু। তাদের বাড়ী নড়াইল, বাগেরহাট বরিশাল জেলার বিভিন্ন এলাকায়।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, বেনাপোলের পুটখালি ও দৌলতপুর সীমান্ত দিয়ে অবৈধপথে বিপুল সংখ্যক নারী, শিশু ও পুরুষ বাংলাদেশে প্রবেশ করছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পুটখালি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে১০ জন নারী, ২৩ জন পুরুষ ও ৮ জন শিশুকে আটক করা হয়।

তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা। এরা ভারতের মোম্বাই কোলকাতা নদীয়া শহরে বিভিন্ন বাসা বাড়ি ও গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করত বলে তিনি জানান।

অপর একটি অভিযানে বিজিবি সদস্যরা বেনাপোল সাদিপুর সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৭ লাখ হুন্ডির টাকা জব্দ করেছে।
আটককৃতদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply