নতুন ধরনের অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

|

উচ্চক্ষমতা সম্পন্ন নতুন ধরনের অস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। শুক্রবার এই তথ্য জানায় দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

বিবৃতিতে বলা হয় ‘হাই টেক-ট্যাকটিকেল’ এই অস্ত্র বিশ্ব সামরিক সক্ষমতার ভারসাম্য পাল্টে দেবে। সফল পরীক্ষার পর এর বিধ্বংসী ক্ষমতায় নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তবে এই অস্ত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পিয়ংইয়ং। তবে স্যাটেলাইটের ছবিতে দেখা যায় দেশটির উত্তরাঞ্চলের একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রের পরিধি বাড়ানো হয়েছে।

এদিকে এ বিষয়ে নিশ্চিত হতে আরও তদন্তের প্রয়োজন আছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করার প্রক্রিয়া হিসেবে চলতি বছর দফায় দফায় আলোচনা অনুষ্ঠিত হয়। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply