১৮ নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু

|

১৮ নভেম্বর রবিবার থেকে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। পরীক্ষা চলবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

দুপুরে সচিবালয়ে পরীক্ষার বিষয়ে সংবাদ সম্মেলন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, এবার পরীক্ষায় অংশ নেবে ২৭ লাখ ৭৭ হাজার ২৭০ জন শিক্ষার্থী। এবারের সমাপনী পরীক্ষায় ছাত্রীর সংখ্যা ১৪ লাখ ৯৮ হাজার ৫২৮ জন। এবং ছাত্র ১২ লাখ ৭৮ হাজার ৭৪২ জন। এবারের পরীক্ষায় ৩ হাজার ২ শত ৯৪ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী অংশ নিচ্ছে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। গতবছরের তুলনায় ছাত্রীর সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৭৮৬ জন বাড়ায় প্রশংসা করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply