ভিডিও ফুটেজ দেখে পুলিশের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

|

নয়া পল্টনে পুলিশের উপর হামলার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে ভিডিও ফুটেজ দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বিএনপির নয়া পল্টন এলাকায় আজ পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপি ও পুলিশ একে অন্যকে দায়ী করছে। পুলিশ বলছে, বিএনপি নেতাকর্মীরা বিনা উস্কানিতে হামলা করেছেন। অন্যদিকে বিএনপির দাবি, পুলিশ কোনো উস্কানি ছাড়াই নেতাকর্মীদের ওপর প্রথমে হামলা করে।

ঘটনার পর সাংবাদিকদেরকে মতিঝিল জোন পুলিশের ডিসি আনোয়ারুল ইসলাম দাবি করেন, বিনা উস্কানিতে বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিনা কারণে উস্কানি দিয়ে পরিস্থিতি জটিল করছে পুলিশ। বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এমন আচরণ করছে সরকার।

এর আগে বিএনপির নয়া পল্টন কার্যালয় এলাকায় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

সকাল ১১টার দিকে বিএনপি নেতা মির্জা আব্বাস বড় মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের দিকে অগ্রসর হলে পুলিশের সাথে ধস্তাদস্তি হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে বিএনপি নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। পুলিশ টিয়ারশেল ছুঁড়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের দিকে ইট পাটকেল ছুঁড়ে। পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply