গণমাধ্যম সঠিক তথ্য দিলে নির্বাচনে ষড়যন্ত্র সফল হবে না: আরেফিন সিদ্দিক

|

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আবু আহসান মোঃ সামসুল আরেফিন সিদ্দিক বলেছেন, নির্বাচনের আগে এবং চলাকালীন গণমাধ্যম যদি সঠিক তথ্য উপস্থাপন করে, তাহলে নির্বাচন নিয়ে কারো ষড়যন্ত্র সফল হবে না।

আজ বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘আসন্ন নির্বাচন ও জননিরাপত্তা’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মত প্রকাশ করেন।

সাবেক ঢাবি উপাচার্য আরও বলেন, আসন্ন নির্বাচনে সবাই যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারে সেজন্য জননিরাপত্তা নিশ্চিত করতে হবে।

সেমিনারে অংশ নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-উর রশিদ বলেন, হেরে গেলেই নির্বাচন সুষ্ঠু হয়নি- আমাদেরকে এ ধরনের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। জয়ী দলকে স্বাগত জানানোর সংস্কৃতি শুরু করতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply