‘তালিকাভুক্ত রোহিঙ্গাদের পালিয়ে যাওয়ার কোন তথ্য নেই’

|

ফেরত পাঠানোর লক্ষ্যে তালিকাকৃত রোহিঙ্গাদের পালিয়ে যাওয়ার কোনো তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব শহীদুল হক।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল রেডিসনে ‘চতুর্থ শিল্প বিপ্লব’ শিরোনামে এক কর্মশালায় সাংবাদিকদের একথা জানান তিনি। কর্মশালাটির আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র সচিব বলেন, ১৫ নভেম্বর থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হবে। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর লক্ষ্যে দুই দেশ মিলে সময় ঠিক করেছে, সে অনুযায়ী কাজ চলছে। কিভাবে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে তা জানতে চাইলে শহীদুল হক বলেন, উদ্বাস্তুদের সড়ক পথে মিয়ানমারে পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply