স্বর্ণ গলিয়ে এলইডি লাইটের ভেতরে ঢুকিয়ে পাচার

|

শাহজালাল বিমানবন্দরে দুবাই-ফেরত এক যাত্রীর কাছ থেকে ২৪৮ গ্রাম ওজনের ১টি স্বর্ণের চাকতি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। এছাড়াও তার প্যান্টের প‍কেট থেকে ৯৯ গ্রাম ওজনে ৪টি স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়। অবৈধ পথে স্বর্ণ আনার কারণে মাহাবুবুল আলমের ওই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে।

এলইডি লাইটের ভিতরে লুকিয়ে স্বর্ণের চাকতিটি তিনি পাচার করছিলেন। স্বর্ণ গলিয়ে এই চাকতি বানানো হয় বলে মাহাবুবুল হক গোয়েন্দাদের জানিয়েছেন।

আজ সকালে গোপন সংবাদ থাকায় গ্রিন চ্যানেল অতিক্রমকালে শুল্ক গোয়েন্দার দল মাহাবুবুল হককে আটক করে। জিজ্ঞাসাবাদের প্রাথমিক পর্যায়ে স্বর্ণ থাকার কথা তিনি অস্বীকার করেন। পরে তার সঙ্গে থাকা এলইডি লাইট ভেঙ্গে স্বর্ণের চাকতিটি বের করা হয়। উদ্ধার করা ৩৪৭ গ্রাম স্বর্ণের দাম ১৭ লাখ টাকা বলে জানিয়েছেন গোয়েন্দারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply