ক্যালিফোর্নিয়ায় দাবানলে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩১

|

ক্যালিফোর্নিয়ায় দাবানলে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। রাজ্যেটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের হিসাবে, এখনও ২২৮ জন নিখোঁজ।

বিশেষভাবে, প্যারাডাইজ এলাকায় অনুসন্ধান চালাচ্ছে উদ্ধারকারী দল। ২৭ হাজার বাসিন্দার শহরটি আগুনে ভস্মীভূত; ছাই হয়ে গেছে ৬ হাজার ৭শ’ ঘরবাড়ি ও স্থাপনা।

স্থানীয় আবহাওয়া অফিসের মতে, সোমবার রাতেও ৯১ মিটার উঁচু পর্যন্ত ওঠেছিলো দাবানলের আগুন। রাজ্যের এক হাজার ৪০ স্কয়ার কিলোমিটার এলাকায় এখনও সক্রিয় দাবানল। যা নিয়ন্ত্রণে দিনরাত খাটছেন ফায়ার সার্ভিসের ৮ হাজার সদস্য।

এদিকে, ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ‘মালিবু’তে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। আগুনের লেলিহান শিখায় ধ্বংস হয়ে গেছে শহরটির প্রায় দুশ’ ঘরবাড়ি ও স্থাপনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply