শ্রীলঙ্কায় আগাম নির্বাচন ৫ জানুয়ারি

|

শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রিত্ব নিয়ে সংকটের জেরে ৫ জানুয়ারি আগাম নির্বাচনের ডাক দিয়েছেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।
এরই মধ্যে ভেঙে দিয়েছেন পার্লামেন্টও।

শুক্রবার এক বিজ্ঞপ্তি জারির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান প্রেসিডেন্ট। যা কার্যকর হয় মধ্যরাত থেকেই। এছাড়া আগামী ১৭ জানুয়ারি নতুন আইনসভা গঠনের কথাও বলা হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসেকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া বৈধ কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয় পার্লামেন্ট। প্রতিক্রিয়ায়, প্রেসিডেন্ট সিরিসেনার বিরুদ্ধে গণতন্ত্র চর্চার অধিকার কেড়ে নেয়ার অভিযোগ তুলেছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের দল- UNP। জোট সরকারের মধ্যে কোন্দলের জেরে গেল ২৬ অক্টোবর তাকে বরখাস্ত করেন সিরিসেনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply