বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারিদের জন্য ৫ শতাংশ ইনক্রিমেন্ট ঘোষণা

|

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারিদের জন্য ৫ শতাংশ ইনক্রিমেন্ট ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তাদেরকে বৈশাখী ভাতা দেয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

এর আগে বিভিন্ন সময়ে বেসরকারি শিক্ষক-কর্মচারিদের অবসর, শিক্ষা প্রতিষ্ঠান নতুন করে এমপিও, সরকারিকরণসহ অন্যান্য সুযোগ-সুবিধাগুলো বাড়ানো বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষক নেতাদের আলোচনা হয়।

তারই প্রেক্ষিতে এমপিওভুক্ত হওয়ার জন্য স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ৯ হাজার ৪৯৮টি আবেদন অনলাইনে জমা পড়ে।

২০১০ সালে সর্বশেষ ১ হাজার ৬২৪টি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল। ২০১১ সালে ১০০০ স্কুল-মাদরাসা এমপিওভুক্ত করার ঘোষণা দেয়া হলেও তা করা হয়নি। নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত বন্ধ রয়েছে ২০১১ সাল থেকে। এমপিওভুক্তর দাবিতে অন্তত ২৫ বার আন্দোলন হয়েছে। সরকারের বিভিন্ন পর্যায় থেকে আশ্বাসও মিলেছে। কিন্তু এমপিওভুক্ত করা হয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply