জেলা নির্বাচন অফিসে নির্বাচনী সামগ্রী বিতরণ

|

একাদশ সংসদ নির্বাচনের প্রাথমিক নির্বাচনী সামগ্রী দেশের সব জ্যেষ্ঠ জেলা নির্বাচন অফিসারের কাছে আজ বিতরণ করা হচ্ছে। ঢাকার তেজগাঁওস্থ গভর্নমেন্ট প্রিন্ট প্রেস থেকে এসব সামগ্রী বিতরণ করা হচ্ছে।

এসব সামগ্রীর মধ্যে রয়েছে, মনোনয়ন ফরমসহ বিভিন্ন ধরনের ফরম, জামানত বই, রশিদ বই, আচরণ বিধিমালা, প্রতীকের পোস্টার ইত্যাদি। নির্বাচন সামগ্রী বিতরণ/গ্রহণ চালান প্রেসের ফ্রন্ট ডেস্ক থেকে সরবরাহ করা হয়। জেলা নির্বাচন অফিসার বা প্রতিনিধি হিসাবে দায়িত্বশীল কর্মকর্তাদের এগুলো গ্রহণের নির্দেশ দিয়েছে ইসি। সাধারণত তফসিল ঘোষণা থেকে ভোট পর্যন্ত ৪০-৪৫ দিন সময় লাগে।

একদিকে সন্ধ্যা সাতটায় জাতির উদ্দেশে ভাষণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সে উপলক্ষে নির্বাচন কমিশন ভবনে সিইসি’র নেতৃত্বে চলছে সভা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply