কাল সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

|

আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। এসময় তিনি একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

বিরোধী রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে তফসিল ঘোষণায় দেরি করার আহ্বান জানানোর মধ্যেই নির্বাচন কমিশন এ সিদ্ধান্তের কথা জানালো।

আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর সাথে দ্বিতীয় দফায় সংলাপ করেন ঐক্যফ্রন্ট নেতারা। সেখানেও অন্যতম দাবি ছিল নির্বাচনের তফসিল পেছানোর জন্য। কিন্তু ক্ষমতাসীন জোটের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেয়া হয়েছে, সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাদকতা সংবিধানে আছে। এর বাইরে তারা যেতে রাজি নন।

এদিকে আজই নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করে এইচ এম এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোট জানায় তারা সরকারের চিন্তা অনুযায়ী আগামীকালই তফসিল ঘোষণা চায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply