জাপানে বেড়েছে শিক্ষার্থীদের আত্মহত্যা

|

সামাজিক এক মারাত্মক ব্যাধি আত্মহত্যা। যার প্রবণতা দিন দিনই বাড়ছে জাপানে। ৩০ বছরের মধ্যে জাপানের যুব সম্প্রদায়ের মাঝে আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি। সোমবার, এই তথ্য নিশ্চত করে দেশটির শিক্ষা মন্ত্রনালয়।

২০১৬/১৭ সালে মার্চ মাস পর্যন্ত আত্মহত্যা করেছে ২৫০ জন। যা গত বছরের তুলনায় পাঁচ জন বেশি। এই সংখ্যা ১৯৮৬ সালের পর থেকে বেশি। ১৯৮৬ সালে ২৬৮ জন শিক্ষার্থী আত্মহত্যা করে। জানা যায় এবছরের আত্মহত্যাকারী শিক্ষার্থীদের মধ্যে সবাই স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থী। তবে গত ১৫ বছরের ধরে জাপানের আত্মহত্যা কমছে।

বিশেষজ্ঞরা বলছেন, পারিবারিক সমস্যা এবং ভবিষ্যত নিয়ে উদ্বেগের ফলেই বাড়ছে আত্মহত্যা প্রবণতা। কিন্তু এখনও স্কুলগুলোর প্রায় ১৪০ জনের মৃত্যুর কারণ অজানা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ২০১৫ সালে সর্বোচ্চ আত্মহত্যা হারের মধ্যে জাপানের অবস্থান থাকলেও প্রতিরোধ মূলক ব্যবস্থার কারণে তা হ্রাস পায়। ২০১৩ সালে আত্মহত্যা প্রবণতা প্রায় ২১ হাজার হ্রাস পায়। ছাত্র-ছাত্রীদের আত্মহত্যা প্রবনতা দিন দিন বৃদ্ধিকে বিপদজনক মনে করছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়।

২০১৭ সালে জাপানে আত্মহত্যা করে ২১ হাচার ৩২১ জন। ২০০৩ সালে আত্মহত্যা করে ৩৪ হাজার ৪২৭ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply