‘রাজাপাকসেকে প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দেয়া হবে না’

|

আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ না করা পর্যন্ত রাজাপাকসেকে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দেয়া হবে না। সোমবার, এক বিবৃতিতে এ কথা বলেন পার্লামেন্ট স্পিকার কারু জয়াসুরিয়া।

একইদিন, রাজধানী কলম্বোয় বিশাল শোডাউন করে শ্রীলঙ্কার নবগঠিত সরকার। প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা এবং নতুন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে এক জনসভা থেকে দেশের সংখ্যালঘু জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

তারা বলেন, দেশের উন্নয়নের স্বার্থে পরিবর্তন এসেছে, বিভক্তি কাটিয়ে একযোগে কাজ করার মধ্যেই সবার কল্যাণ। গত মাসে, অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ক্ষমতাচ্যুত করেন প্রেসিডেন্ট। কিন্তু সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে পার্লামেন্টে আস্থা ভোটের ডাক দিয়েছেন এই সিংহল রাজনীতিক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply