অত্যন্ত খোলামেলা আলোচনা, সংলাপ অব্যাহত থাকবে: ওবায়দুল কাদের

|

শেষ হয়েছে বহুল প্রত্যাশিত সংলাপ। গণভবনে আওয়ামী লীগ ও ১৪ দলের ২৩ সদস্যের দলের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্টের ২১ সদস্যের দলে নেতৃত্ব ছিলেন ড. কামাল হোসেন। সংলাপ শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন,অত্যন্ত খোলামেলা আলোচনা হয়েছে। সংলাপে আওয়ামী লীগের সিনিয়র নেতারা আলোচনা করেছেন। আলোচনা অব্যাহত থাকবে।

ওবায়দুল কাদের বলেন, কেউ সভা সমাবেশ করতে চাইলে পারবে, তবে রাস্তা বন্ধ না করে নির্দিষ্ট মাঠে সমাবেশ করতে পারবেন।

বিদেশী পর্যবেক্ষকের ব্যাপারে সাধারণ সম্পাদক বলেন, বিদেশী পর্যবেক্ষকরা আসবে, এই আসার ব্যাপারে সরকারের সমর্থন করেছে।

তিনি আরও বলেন, যদি কোন মামলা রাজনৈতিক মামলা মনে হয় তাহলে তা প্রধানমন্ত্রীর কাছে তালিকা পাঠাবে, তদন্ত করা হবে।

নির্বাচন কমিশন নিয়ে বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করবেন, সরকার কোন হস্তক্ষেপ করবে না। নির্বাচনে ইভিএম সীমিত আকারে ব্যবহারে আওয়ামী লীগের সমর্থন রয়েছে।

খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে তিনি বলেন, এটা আইনের ব্যাপার, এটা সংলাপের বিষয় হতে পারে না। এই তত্বাবধায়ক সরকারের করা মামলা, আমরা দেই নি।

ওবায়দুল কাদের বলেন, সংলাপ চলাকালীন ড. কামাল হোসেন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি আরও বলেন, ছোট পরিসরে বসার জন্য প্রধানমন্ত্রীর দরজা খোলা। কেউ আসলে অবশ্যই আলোচনা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply