জেএসসি-জেডেসি পরীক্ষা শুরু

|

শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট -জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট-জেডিসি পরীক্ষা। আজ সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হবে দুপুর একটায়।

পরীক্ষার হলে আধঘন্টা আগে উপস্থিত হওয়ার বাধ্যবধকতা থাকলেও যানজটের কারণে রাজধানীর কেন্দ্রগুলোতে অনেক শিক্ষার্থীই শেষ মুহূর্তে পৌঁছে। রাজধানীর মতিঝিল সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

তিনি বলেন, প্রশ্নফাঁস ঠেকাতে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। শিক্ষার মান উন্নয়নেও কাজ করছে আওয়ামী লীগ সরকার। এবার ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জনের পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা। গত বছরের তুলনায় পরীক্ষার্থী বেড়েছে ২ লাখ এক হাজার ৫১৩ জন। বিদেশের ৯টি কেন্দ্রে ৫৭৮ জন জেএসসি পরীক্ষার্থী অংশ নিচ্ছে। ১৫ নভেম্বর পর্যন্ত চলবে জেএসসি-জেডিসি পরীক্ষা। এবার নিয়মিত পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন ৭ বিষয়ে। সেক্ষেত্রে ৮৫০ এর বদলে মোট নম্বর ৬৫০।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply