‘বিদ্যুতের উৎপাদন চারগুণ বৃদ্ধি, ৯২ শতাংশ মানুষ বিদ্যুতের আওতায়’

|

বিগত দশ বছরে বিদ্যুতের উৎপাদন চারগুণ বৃদ্ধি পেয়ে ২০ হাজার ৪৩০ মেগাওয়াটে উন্নীত হয়েছে, আর ৯২ শতাংশ মানুষকে বিদ্যুতের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সকালে রাজধানীর বিদ্যুত ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এরইমধ্যে ১০২টি উপজেলা শতভাগ বিদ্যুতের আওতায় আনা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে ৩১৫টি উপজেলা উন্নীত হবে বলে জানান মন্ত্রী। আগামী ১ লা নভেম্বর সমাপ্ত হওয়া ৭টি বিদ্যুত কেন্দ্র উদ্বোধন করা হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী জানান, সরকার নিরবিচ্ছন্ন বিদ্যুত সরবরাহে বদ্ধপরিকর, শেখ হাসিনার সরকার পুনরায় ক্ষমতায় এলে মানসম্মত সেবা প্রদান করা হবে বলে জানান তৌফিক-ই-ইলাহী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply