মুক্তি পেলেন ব্ল্যাসফেমি’র দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আসিয়া বিবি

|

পাকিস্তানে মুক্তি পেলেন ব্ল্যাসফেমি’র দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আসিয়া বিবি। বুধবার দেশটির সর্বোচ্চ আদালত তাকে মুক্তি দেন।

সকালে তিন সদস্য বিশিষ্ট বেঞ্চের প্রধান বিচারক সাকিব নিসার এ রায় ঘোষণা করেন। রায়ে মহানবী মোহাম্মদ (সা:) এবং কোরআন অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পান ৫৩ বছর বয়সী খ্রিস্টান এ নারী। এরইমাঝে, দীর্ঘ ৯ বছর কারাভোগ করেন আসিয়া বিবি।

এদিকে, তার মুক্তির প্রতিবাদে দেশ জুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে দেশটির ডানপস্থী সংগঠন তেহরিক-ই লাব্বাইক পাকিস্তান।

২০০৯ সালে পাঞ্জাবে, কূয়া থেকে পানি তোলাকে কেন্দ্র করে মুসলিম নারীদের সাথে তর্কে জড়ালে, আসিয়ার বিরুদ্ধে ব্লাসফেমি’র মামলা করা হয়। আল জাজিরা বলছে, গত তিন দশকে পাকিস্তানে ধর্মীয় দাঙ্গায় প্রাণ গেছে ৭৪ জনের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply