ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্তে ২৪ জনের মরদেহ উদ্ধার

|

ইন্দোনেশিয়ায় ১৮৯ আরোহী নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার ভোর পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করেছে জাকার্তা। অভিযানে কাউকে জীবিত পাবার আশা ছেড়ে দিয়েছে উদ্ধারকারী দল।

দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী দফতর জানিয়েছে, কোন আরোহীকে জীবিত পাওয়াটা হবে অলৌকিক ঘটনা। মুখপাত্রের দাবি, বিধ্বস্ত বিমানটিকে শনাক্ত করা গেছে। কিন্তু, জ্বালানি ছড়িয়ে পড়ায় এবং স্রোতের কারণে যানটির মূল অংশে পৌঁছাতে পারছেন না ডুবুরীরা। বিধ্বস্ত বিমানটির ব্ল্যাক বক্স, ডাটা রেকর্ডারও শনাক্ত করা গেছে।

ইন্দোনেশিয়ার দাবি, ৩শ’র বেশি মানুষ উদ্ধার অভিযান চালাচ্ছে। অর্ধ-শতাধিক স্বেচ্ছাসেবী দল এবং ১৩টি অ্যাম্বুলেন্সও কাজ করছে। উদ্ধার হওয়া মরদেহগুলো শনাক্তে আরও ৪-৫ দিন সময় লাগবে।

সোমবার, জাকার্তা থেকে পাংকাল পিনাং যাওয়ার পথে বিমানটি বিধ্বস্ত হয়। লায়ন এয়ারলাইন্সের দাবি, আকাশে ওড়ার পরই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় ‘বোয়িং- সেভেন থ্রি সেভেন ম্যাক্স এইট’ বিমানটিতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply