হাওরে হাঁস চড়ানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

|

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাইয়ে হাওরে হাঁস চড়ানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এরশাদ মিয়া (২৭) নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অর্ধশতাধিক।

আজ সোমবার বেলা ৪টায় উপজেলার রফিনগর ইউনিয়নের সেচণী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন দিরাই থানার ওসি মোস্তফা কামাল।

নিহত এরশাদ মিয়া সেচণী গ্রামের একাব্বর আলী ছেলে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

ওসি জানান, সেচণী গ্রাম পাশবর্তী একটি হাওরে হাঁস চড়ানো নিয়ে আবুল কালাম ও আমিন আলীর লোকজনের মধ্যে কয়েকদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে ঘটনাস্থলেই আমিন আলীর পক্ষের একজন নিহত ও প্রায় অর্ধশতাধিক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মোস্তফা কামাল জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply