সড়ক পরিবহন আইন পরিবর্তনের সুযোগ নেই: কাদের

|

এই মুহূর্তে সড়ক পরিবহন আইন পরিবর্তনের কোনো সুযোগ নেই। এ তথ্য জানিয়েছেন সেতু ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার সকালে রাজধানীর মহাখালিতে সেতু ভবনে এ মন্তব্য করেন তিনি।

এর আগে সকাল থেকে আইনটি সংশোধনের জন্য পরিবহন শ্রমিকরা সারাদেশে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট পালন করছেন। তারা বলছেন, নির্ধারিত সময়ের মধ্যে আইনটি সংশোধন করা না হলে লাগাতার ধর্মঘট ডাকা হবে।

নিরাপদ সড়ক আইনে বলা আছে, বেপরোয়াভাবে বা অবহেলা করে গাড়ি চালানোর কারণে কেউ গুরুতর আহত বা নিহত হলে মামলা হবে দণ্ডবিধির ৩০৪ (খ) ধারায়। এই ধারায় সাজা সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড এবং সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা। বর্তমানে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ডের বিধান আছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply