ম্যাচের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

|

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্যে এই মুহুর্তে লড়ছে জিম্বাবুয়ে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এখন পর্যন্ত ৪১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ২১২।

শুরুতেই দুই উইকেট হারালেও ব্রেন্ডন টেইলর আর শেন উইলিয়ামসের জোড়া হাফ-সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে রয়েছে সরফকারীরা।

এই ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে খেলতে নামে টাইগাররা। নিজের প্রথম ওভারেই ঝুয়াও’র উইকেট ভাঙ্গে আগের খেলার ম্যান অব দ্যা ম্যাচ সাইফুদ্দিন। পরের ওভারে সাফল্য আরেক পেইসার আবু হায়দার রনি। মাসকাদজাকে মাত্র ২ রান আটকে দেন তিনি। তবে এর পর আর সাফল্য পায়নি বাংলাদেশের বোলাররা।

৩য় উইকেটে ১৩৮ রানের জুটি গড়েন টেইলর আর উইলিয়ামস। ক্যারিয়ারের ৩৬তম হাফ-সেঞ্চুরি তুলে টেইলর আউট হন ৭৫ রান করে। আগের দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া ফজলে রাব্বির জায়গায় খেলছেন সৌম্য সরকার।

বিশ্রাম দেয়া হয়েছে স্পিনার মেহেদী মিরাজ আর মোস্তাফিজুর রহমান। তাদের জায়গায় খেলছেন অভিষিক্ত অলরাউন্ডার আরিফুল হক আর পেইসার আবু হায়দার রনি। অন্য দিকে, দুই পরিবর্তন নিয়ে খেলছে জিম্বাবুয়ে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply