রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সহযোগিতা করবে চীন: স্বরাষ্ট্রমন্ত্রী

|

রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে বাংলাদেশ-মিয়ানমার যেসব চুক্তি হয়েছে সেগুলো বাস্তবায়নে সহযোগিতা করবে চীন। এই ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে দেশটি। বাংলাদেশ-চীনের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

সকালে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুব শিগগির রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চীন একমত। এত বিপুল সংখ্যাক রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেছে দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ও পার্টি কমিটির সম্পাদক ঝাও কেঝি।

এছাড়া চীনের ভিসা সহজিকরণ নিয়েও আলোচনা করেছেন দুই মন্ত্রী। এর আগে সকাল ৯টা ৩০ মিনিটে চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী সচিবালয়ে উপস্থিত হলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ফুল দিয়ে স্বাগত জানান। লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় চীনের মন্ত্রীকে। চীনের জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী তিন দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় এসেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply