ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ২০

|

ইয়েমেনের হুদাইদা প্রদেশে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় প্রাণ গেছে ২০ জনের। আহত আরো অন্তত ১০ জন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার, হুদাইদা শহরের প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে বায়ত আল ফকিহ জেলায় একটি সবজি বাজার লক্ষ করে এই হামলা চালানো হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি আরব সামরিব জোট ইয়েমেনের গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে। তারপর থেকে তারা বিদ্রোহী গোষ্ঠী হুতিদের লক্ষ্য করে একের পর এক বিমান হামলা চালাতে শুরু করে। এসব হামলায় প্রায়ই বেসামরিকদের প্রাণহানি হলেও এগুলো ইচ্ছাকৃত নয় বলে জানিয়েছে সৌদি সামরিক জোট।

হুদাইদার বন্দর দেশের বানিজ্যিক আমদানি এবং ত্রাণ সরবরাহের প্রধান গেটওয়ে এবং কৌশলগত গুরুত্ব বহন করে। তাই ইয়েমেনের সৌদিপন্থি সরকারি বাহিনী শহরটি দখলে নিতে চেষ্টা করছে। এই যুদ্ধে এখন পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত ও ২০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply