মাসুদা ভাট্টিকে কটুক্তির প্রতিবাদে ১০ মিনিট ফাইল সই করবেন না তারানা হালিম

|

সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটুক্তি করার জন্য ব্যারিস্টার মইনুল হোসেনের শাস্তি দাবি করে নিন্দা জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। আজ বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সাথে আলাপকালে এ দাবি জানান তিনি।

এসময় তিনি জানান, এই কটুক্তির প্রতিবাদে ১০ মিনিট কোনো ফাইল সই করবেন না। তারানা হালিম বলেন, ব্যারিস্টার মইনুল পুরো সাংবাদিক সমাজকে আক্রমন করে কথা বলেছেন। তাই গণ্যমাধ্যম কর্মীদের উচিত কমপক্ষে ১ ঘণ্টা হলেও কর্মবিরতি পালন করা।

সম্প্রতি একটি টিভি টকশোতে মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে আখ্যায়িত করেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন। পরবর্তীতে সমালোচনার মুখে তিনি মাসুদা ভাট্টির কাছে ক্ষমা চেয়েছেন বলে দাবি করেন। তবে মাসুদা ভাট্টি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। এ ঘটনায় দায়ের করা এক মামলায় বর্তমানে কারাগারে আছেন ব্যারিস্টার মইনুল হোসেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply