‘সেনা মোতায়েন গণতন্ত্রের পরিপন্থী ও নিরাপত্তার জন্য হুমকি’

|

দল হিসেবে জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ার পরও তারা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করছে। সেই সাথে সাম্প্রদায়িক সহিংসতার ক্ষেত্র তৈরি করছে তারা। যে দলের নিবন্ধন বাতিল হয়েছে তাদের নির্বাচনে ও অংশগ্রহণ বন্ধ করার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।

আজ দুপুরে নির্বাচন কমিশনের সাথে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

শাহরিয়ার কবির বলেন, স্থানীয় নির্বাচনে জামায়াতের সদস্যরা তাদের গঠনতন্ত্র অনুযায়ীই কাজ করেছে। জামায়াতের সদস্যদের লিস্টে কারো নাম থাকলে তাকে নির্বাচনে থেকে বিরত থাকতে হবে বলেও প্রস্তাব দিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটি।

নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে শাহরিয়ার কবির বলেন, সেনা মোতায়েন করা গণতন্ত্রের পরিপন্থী ও নিরাপত্তার জন্য হুমকি।

জামায়াত নেতাকর্মীদের স্বতন্ত্র প্রার্থী কিংবা অন্য দলের প্রতীকে নির্বাচনে অংশ নেয়া বন্ধের দাবিসহ নির্বাচন কমিশনকে ৫টি সুপারিশ দিয়েছে প্রতিনিধি দলটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply