‘কনস্যুলেটে সাংবাদিক হত্যা খুবই বোকামি’

|

স্কাইপের মাধ্যমে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার নির্দেশ দেন যুবরাজ সালমানের উপদেষ্টা সৌদ আল কাহতানি। মঙ্গলবার, এমন তথ্য প্রকাশ করে বার্তা সংস্থা- রয়টার্স।

এর আগে, হত্যারহস্য বিকৃত রূপ পাচ্ছে- এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, কনস্যুলেটে সাংবাদিক হত্যা সৌদি আরবের সবচেয়ে বড় বোকামি।

ট্রাম্প আরও জানান, তার সাথে বাদশাহ এবং যুবরাজ সালমানের নতুনভাবে ফোনালাপ হয়েছে। এবারও, খাশোগি হত্যাকাণ্ডের সাথে রাজপরিবারের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন তারা। এ অবস্থায়, চূড়ান্ত প্রতিবেদনে তাদের সম্পৃক্ততা মিললে মর্মাহত হবেন মার্কিন প্রেসিডেন্ট।

এদিকে, আজ মন্ত্রিসভার বৈঠকে নিজস্ব তদন্ত প্রতিবেদন উন্মুক্ত করবেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এতে, অনাকাঙ্খিত সত্যের খোলাশা হতে পারে- এমন ইঙ্গিত আঙ্কারার।

সোমবারও, ইস্তাম্বুলের কনস্যুলেটে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি রেকর্ড হয় সিসিটিভি’তে। দেখা যায়, বেশ কিছু কাগজপত্র পোড়াচ্ছেন দুই কর্মকর্তা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply