কনস্যুলেটে খাশোগিকে হত্যা সৌদি’র ‘সবচেয়ে বড় ভুল’

|

কনস্যুলেটে সাংবাদিক খাশোগি হত্যার কথা স্বীকারের পর একে সৌদি আরবের ‘সবচেয়ে বড় ও চরম ভুল’ বললেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের।

রোববার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে কৌশলে যুবরাজ সালমানকে রক্ষার চেষ্টা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঘৃণ্যতম এই কাজের ব্যাপারে অবগত ছিলেন না সৌদি যুবরাজ।

তিনি আরও বলেন, হত্যার তুলনায় বড় অপরাধ হয়েছে খাশোগির মরদেহ লুকিয়ে ফেলা। যে বা যারা এই অপকর্মের সাথে জড়িত, সৌদি প্রশাসন তাদের শাস্তি নিশ্চিত করবে বলেও আশ্বস্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান হুঁশিয়ারি দিয়েছেন, মঙ্গলবার নাগাদ খাশোগি হত্যা ইস্যুতে যাবতীয় তথ্য-প্রমাণ উন্মুক্ত করা হবে। এর ফলে, অনেক অপ্রিয় সত্যের খোলাশা হতে পারে।

গত ২ অক্টোবর, নিজস্ব কাজে খাশোগি ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করলে, হত্যা করা হয় যুবরাজ সালমানের এই কট্টর সমালোচককে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply