দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস

|

নানা আনুষ্ঠানিকতায় দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। দিবসটি উপলক্ষে সকালে শোভাযাত্রার আয়োজন করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে থেকে র‍্যালি শুরু হয়ে কৃষিবিদ ইনিস্টিটিউটের সামনে গিয়ে শেষ হয়।

দিবসের এবারের প্রতিপাদ্য ‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’। শোভাযাত্রায় বিআরটিএ’র চেয়ারম্যান মশিয়ার রহমান, নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনসহ সমাজের বিশিষ্টজন ও নানা সংগঠনের সদস্যরা অংশ নেন।

লক্ষ্মীপুরে দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র‍্যালি বের হয়। বিভিন্ন শ্রেণির পেশার মানুষ অংশ নেন এতে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি। পরে কালেক্টর ভবন প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ব্ক্তারা সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবি জানান।

টাঙ্গাইলে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের হয় সকালে। পরে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে বক্তারা পরিবহন সংশ্লিষ্টদের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হওয়ার আহ্বান জানান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply