শিক্ষকদের বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

|

বাংলাদেশ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বঞ্চিত শিক্ষকরা।

দুপুরে জাতীয় প্রেসক্লাবে বকেয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাস্তবায়ন কমিটির সংবাদ সম্মেলনে এমন আহ্বান জানান তারা।

শিক্ষকরা বলেন, মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় আড়াই হাজার শিক্ষক সিলেকশন গ্রেডের বাইরে আছেন। ২০০১ এবং ২০০২ সালের শিক্ষকরা সিলেকশন গ্রেড সপ্তম গ্রেড, ২০০৫-০৬ এর শিক্ষরা অষ্টম গ্রেড প্রাপ্তির যোগ্যতা অর্জন করে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শর্তপূরণ করার পরেও অদৃশ্য কোন কারণে সিলেকশন গ্রেড প্রদানের সিদ্ধান্ত আটকে আছে। সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান শিক্ষকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply