‘সাংবাদিকদের অধিকারের উপর হস্তক্ষেপ করা হবে না’

|

ডিজিটাল নিরাপত্তা আইন শুধুমাত্র সাইবার অপরাধীদের জন্যই করা হয়েছে। সাংবাদিকদের অধিকারের উপর হস্তক্ষেপ করা হবে না, বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুপুরে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ-পিআইবিতে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ৩য় সম্মেলনে তিনি একথা জানান।

তিনি বলেন, যেকোন আইনের সংশোধন এবং পরিবর্তনযোগ্য। ডিজিটাল অপরাধ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার হাত থেকে গণতন্ত্র ও জনগণকে রক্ষা করাই এখন মূল চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র শীর্ষপর্যায়ের ব্যক্তিরাই করবেন না, নারী সাংবাদিকদেরও এ বিষয়ে কাজ করতে হবে। গণমাধ্যমের জন্য যে আইন করা হচ্ছে তার প্রত্যেকটি রক্ষা করা হবে বলে জানান তথ্যমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply