ঢাবির ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট

|

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বাতিল, অবৈধ ঘোষণা, পুনঃ পরীক্ষার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। আজ রোববার সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ রিটটি করেন।

এদিকে এ নিয়ে দুপুর ২টার দিকে রিটের শুনানি হওয়ার কথা রয়েছে।

গত ১২ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে। প্রশ্নফাঁসের ঘটনায় ৬ জনকে আটকও করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে। ফল প্রকাশ স্থগিত রাখে, পরবর্তীতে ১৬ অক্টোবর ফল প্রকাশ করা হয়। ফলাফলে এক পরীক্ষার্থীর অস্বাভাবিক ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যেমে সমালোচনাও হয়।

উল্লেখ্য, গত বছরের ২২ অক্টোবর অনুষ্ঠিত একই ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস হয়। ফাঁসের তথ্য-প্রমাণও মেলে। সেসময়ও বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি গঠন করলেও তারা এখনো রিপোর্ট দেয়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply