সুইডেনে ভাইকিংদের কবরে ‘আল্লাহ’ লেখা কাপড়

|

ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে ভাইকিংদের প্রতাপের ইতিহাস অনেকেরই জানা। বর্তমানে নর্ডিক অঞ্চল বলে পরিচিত সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড আর নরওয়েতে ৮ম থেকে ১১শ শতাব্দী পর্যন্ত দাপট ছিলো ভাইকিংদের। সমুদ্রচারী ব্যবসায়ী, যোদ্ধা ও জলদস্যু হিসেবে সুনাম-কুখ্যাতি দুটাই ছিল ভাইকিংদের।

সেই ভাইকিংদের নিয়ে নতুন তথ্য পেয়েছেন গবেষকরা। সুইডেনের সবেচেয়ে পুরোনো উপসালা ইউনিভার্সিটির গবেষক আনিকা লার্সন সম্প্রতি ভাইকিংদের এক কবরস্থান থেকে এমন কিছু সরঞ্জাম উদ্ধার করেছেন যেগুলোতে ‘আল্লাহ’ ‘আলী’ ইত্যাদি শব্দ লেখা বা অংকন করা।

আনিকা আনাদলু এজেন্সিকে বলেছেন, ‘ভাইকিংরা কোনো এক পর্যায়ে হয়তোবা ইসলাম এবং আখিরাতের ধারণা দ্বারা প্রভাবিত হয়েছিল।’

সুইডেনের ঐতিহাসিক ভাইকিং নগরীর বিকরা এলাকা থেকে নৌকা আকৃতির কবর থেকে উদ্ধার করা কাপড়ে শব্দগুলো লেখা হয়েছে আরবী কুফিক বর্ণমালায়।

অবশ্য ভাইকিংদের কবরে ‘আল্লাহ’ শব্দ লেখা পাওয়ার ঘটনা এটিই প্রথম নয়। ২০১৫ সালে স্টকহোম ইউনিভার্সিটির অধ্যাপক সেবাস্তিয়ান ওয়ার্লমেন্ডারের নেতৃত্ব একদল গবেষক অনুসন্ধান চালিয়ে একটি কবর থেকে ‘আল্লাহ’ লেখা আংটি উদ্ধার করেছিলেন। আংটিটি বর্তমানে সুইডিশ হিস্টোরি মিউজিয়ামে সংরক্ষিত আছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply