‘কেবল আক্রান্ত হলেই ব্যবহার হবে পারমাণবিক অস্ত্র’

|

অস্ত্রভাণ্ডারে আরও নতুন ক্ষেপণাস্ত্র মজুদে আগ্রহী রাশিয়া, তবে কেবল আক্রান্ত হলেই ব্যবহার করা হবে পারমাণবিক অস্ত্র। বৃহস্পতিবার সোচিতে আন্তর্জাতিক নীতিনির্ধারণী ফোরামে এ দাবি করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, পরমাণু অস্ত্র ব্যবহার করা হলে তা বিপর্যয় ডেকে আনবে পুরো বিশ্বে। তাই এ ধরণের হামলা করতে চায় না রাশিয়া। তবে, মস্কোর দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হলে উপযুক্ত জবাব দেয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

পুতিন দাবি করেন, রাশিয়ার অস্ত্রভাণ্ডারে রয়েছে সর্বাধুনিক অস্ত্র, যা দেশটির সেনাবাহিনীকে বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী হিসেবে পরিণত করেছে।

সোচির বৈঠকে সিরিয়া ইস্যুতেও কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট। সিরিয়ায় যুক্তরাষ্ট্র সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে প্রায় ৭শ’ জনকে জিম্মি করে রেখেছে আইএস, এমন দাবিও করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply