সাংবাদিক জামাল খাশোগির মৃত্যু হয়েছে, অনুমান ট্রাম্পের

|

নিখোঁজ সাংবাদিক জামাল খাশোগির মৃত্যু হয়েছে- এমন অনুমান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার বলেন, তবুও শেষ সম্ভাবনা খতিয়ে দেখতে চান তিনি।

ট্রাম্প আরও বলেন, বিষয়টির সুরাহা করতে সৌদি আরবের গুরুত্বপূর্ণ ভূমিকা চান তিনি। প্রেসিডেন্টের দাবি, যদি সত্যি হত্যাকাণ্ড হয়ে থাকে, তাহলে এর পেছনে কারা জড়িত- সেটা জানা জরুরি। এদিকে, কনস্যুলেট ভবন, কনস্যুলারের বাড়ির পর এবার ইস্তাম্বুলের আশেপাশের জঙ্গল এবং সমুদ্রের কাছের শহর মারমারায় অভিযান চালাচ্ছে তুর্কি পুলিশ। ২ অক্টোবর, নিজ কাগজপত্র নেয়ার জন্য কনস্যুলেটে প্রবেশের পর থেকেই নিখোঁজ যুবরাজ সালমানের অন্যতম এই সমালোচক। সৌদি প্রশাসনের ইয়েমেন অভিযানের বিরুদ্ধে ছিলেন জামাল খাশোগি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply