বিদেশি মিডিয়ায় যেভাবে এসেছে আইয়ুব বাচ্চুর মৃত্যুর খবর

|

জনপ্রিয় সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোকাহত দেশ ও বিদেশের থাকা তার লাখো ভক্ত। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও গুরুত্ব সহকারে প্রকাশিত হয়েছে এই কিংবদন্তীর মৃত্যুর খবর।

বিশেষ করে ভারতীয় বাংলা সংবাদমাধ্যমগুলো আইয়ুব বাচ্চুকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

টাইমস অব ইন্ডিয়ার বাংলা ভার্সন ‘এই সময়’ শিরোনাম করেছে “থেমে গেল ‘রুপালী গিটার’, চলে গেলেন আইয়ুব বাচ্চু”।

“রুপোলি গিটার রেখে চলে গেলেন আয়ুব বাচ্চু” শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, “চলে গেলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আয়ুব বাচ্চু। বাংলাদেশে বাংলা গান আর আয়ুব বাচ্চু সমার্থক ছিল। তাঁর মৃত্যুতে পদ্মাপাড়ে বাংলাগানের এক স্বর্ণাক্ষরে লেখা অধ্যায় শেষ হলো।”

নিউজ এইটটিন এর বাংলা ভার্সনে শিরোনাম “কিংবদন্তি সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু প্রয়াত”। সংবাদ প্রতিদিনের প্রতিবেদনের শিরোনাম “প্রয়াত বাংলাদেশি রক মিউজিকের প্রাণপুরুষ আয়ুব বাচ্চু”।

খবর অনলাইন করেছে “বিকেল হারালো গল্প, জীবনের কষ্টে ইতি টেনে প্রয়াত আইয়ুব বাচ্চু” শিরোনামে।

এছাড়া জীনিউজ বাচ্চু ১০টি ছবি ব্যবহার করে তার জীবনের একটি টাইমলাইন তৈরি করেছে। “ফিরে দেখা আইয়ুব সঙ্গীত সরণী” শিরোনামে সংক্ষেপে উঠে এসেছে এই কিংবদন্তীর জীবনকর্ম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply