ইথিওপিয়ার মন্ত্রিসভায় অর্ধেক নারী

|

আফ্রিকার দ্বিতীয় দেশ হিসেবে ইথিওপিয়ার মন্ত্রিসভায় অর্ধেক নারী সদস্য নিয়োগ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আবিই আহমেদ। মঙ্গলবার মন্ত্রিসভায় এই রদবদল করা হয়।

আবিই আহমেদ বলেন, নারীরা নেতৃত্ব দিতে পারে না, সবার এমন ধারণাকে বদলে দেবে নতুন মন্ত্রিসভা। এছাড়াও নারীরা পুরুষের তুলনায় কম দুর্নীতিপরায়ণ এবং শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হবে বলেও জানান তিনি।

এছাড়াও তিনি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দ্বায়িত্ব তুলে দিয়েছেন একজন নারীর হাতে। গত এপ্রিলে ক্ষমতায় আসার পর থেকে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অনেকগুলো পরিবর্তন এনেছেন। সর্বশেষ তিনি নারী পুরুষের সমতা আনতে মন্ত্রিসভার সদস্য সংখ্যা ২৮ থেকে ২০ এ নামিয়ে এনেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply