ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

|

South Africa batsman Faf du Plessis plays a shot during the second day of the second Test Match between South Africa and Bangladesh in Bloemfontein, on October 7, 2017. / AFP PHOTO / MARCO LONGARI

৪ উইকেটে ৫৭৩ রানে দক্ষিণ আফ্রিকার ইনিংস ঘোষণার পর ১ম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৪৯ রানে হারালো টপ অর্ডারের চার ব্যাটসম্যান। একে একে ফিরে গেছেন সৌম্য, মুমিনুল, মুশফিক ও মাহমুদুল্লাহ।

এর আগে ব্লুমফন্টেইন টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে খেলতে নেমে খুব বেশি সময় ব্যাট করল না দক্ষিণ আফ্রিকা। ৭ ওভারে উঠল ৪৩ রান। এরপরই ইনিংস ঘোষণা করল ৪ উইকেট হারিয়ে ৫৭৩ রানে।

১৩৫ রানে অপরাজিত ছিলেন দু প্লেসি, ২৭ বলে ২৮ রানে ডি কক। দক্ষিণ আফ্রিকা ওভারপ্রতি রান তুলেছে ৪.৭৮ করে। বাংলাদেশের বোলারদের মধ্যে ১১৮ রানে ৩ উইকেট নিয়ে সফলতম শুভাশিস।

এক ওভারে ২১ তাইজুল ইসলামকে পেয়ে বসলেন কুইন্টন ডি কক। ওভারের প্রথম বলে ছক্কা, পরের বলে চার। এক বল পর আবার ছক্কা। এরপর একটি সিঙ্গেল। শেষ বলে চার মারলেন ফাফ দু প্লেসি। ইনিংস ঘোষণার দিকে এগোতে থাকা দক্ষিণ আফ্রিকা ১ ওভারেই নিল ২১ রান। রান ৪ উইকেটে ৫৬৩। অবশেষে ভাঙল জুটি লাঞ্চের পর দক্ষিণ আফ্রিকার লক্ষ্যটা পরিষ্কার-রান বাড়ানো। সেই চেষ্টাতেই আউট হলেন হাশিম আমলা। লাঞ্চের পর প্রথম ওভারেই বোল্ড। ক্রিজ থেকে এগিয়ে খেলতে গিয়ে ১৩২ রানে আউট হলেন তিনি। ভাঙল চতুর্থ উইকেটে ২৪৭ রানের জুটি।

বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা শুরু হয় দেরিতে। দেড় ঘণ্টা খেলা বন্ধ থাকার পর শুরু হতেই আগের দিনের দুই ব্যাটসম্যান হাশিম আমলা ও ফাফ ডু প্লেসি দ্রুত রান ওঠাতে থাকেন। আগের দিন সেঞ্চুরি করেন ডিন এলগার ও এইডেন মারক্রাম।

শুক্রবার টস জিতে দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ওপেনিং ব্যাটসম্যান ডেন এলগার ও অ্যাইডেন মার্করাম ২৪৩ রানের জুটি গড়েন। দুজনেই সেঞ্চুরি করে সাজঘরে ফেরেন। টিম্বা বাভুমা অবশ্য ভালো করতে পারেননি। বাংলাদেশের হয়ে শুভাশিষ রয় ২টি এবং রুবেল হোসেন ১টি উইকেট লাভ করেন।

যমুনা অনলাইন/এইচকেএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply