‘মামলার রায়ের তারিখ সরকারের হুকুমে ধার্য হয়েছে’

|

যুক্তিতর্ক শেষ না করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার তারিখ ঘোষণা আদালতে সরকারের কর্তৃত্বের বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

বুধবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায়ের তারিখ সরকারের হুকুমে ধার্য করা হয়েছে।

যুগ্ম মহাসচিব বলেন, অসুস্থ ব্যক্তির অনুপস্থিতিতে বিচার কার্য চলার বিধান পৃথিবীতে নেই। এটা নিম্ন আদালতে সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠার নির্লজ্জ বহিঃপ্রকাশ।

কিছু নেতা লাভবান হতে বেঈমানী করছে উল্লেখ করে তিনি আরো বলেন, ২০ দলীয় জোট ভাঙছে না, এক আছে। ব্যক্তিস্বার্থে দু’একজন চলে গেলে ২০ দলে তার কোন প্রভাব পড়বে না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply