নিরাপত্তা পরিষদের ৯ সদস্যকে রোহিঙ্গা ইস্যু নিয়ে ব্রিফিং

|

যুক্তরাজ্য,যুক্তরাষ্ট্রসহ নিরাপত্তা পরিষদের ৯ সদস্য দেশের কাছে রোহিঙ্গা ইস্যু নিয়ে ব্রিফিং করবে জাতিসংঘের তদন্ত কমিটি। চলতি মাসে অনুষ্ঠিত হবে এই ব্রিফিং।

এরআগে তদন্ত কমিটির কাছে প্রতিবেদন পর্যালোচনা করতে বৈঠকের আহ্বান জানায়, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ নিরাপত্তা পরিষদের ৯ সদস্য দেশ। রয়টার্স জানায়, মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যা কে কেন্দ্র করে তদন্ত কমিটির প্রতিবেদন নিয়েই অনুষ্ঠিত হবে এই ব্রিফিং। তদন্ত প্রতিবেদনে মিয়নামারের ওপর অবরোধ-নিষেধাজ্ঞা এবং সেনাপ্রধানসহ শীর্ষ সামরিক কর্তকর্তাদের বিচারের আহ্বান জানানো হয়। মিয়ানমারের রাখাইন রাজ্যে গেল বছর থেকে শুরু হওয়া সেনা বর্বরতায় ঘরছেড়ে বাংলাদেশে পাড়ি জমিয়েছেন প্রায় সাত লাখ রোহিঙ্গা। হত্যা করা হয়েছে কয়েক হাজার মানুষকে। দেশটির বিরুদ্ধে বিভিন্ন ধরনের কড়াকড়ি আরোপের আহ্বান জানায় বিভিন্ন দেশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply