‘নিখোঁজ সাংবাদিক খাশোগির ব্যাপারে কিছুই জানেন না সৌদি যুবরাজ’

|

নিখোঁজ সাংবাদিক জামাল খাশোগির ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ফোনালাপের পর একথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

বার্তা সংস্থা এপিকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, অপরাধ প্রমাণের আগে দোষী সাব্যস্ত করা হচ্ছে সৌদি সরকারকে, যা উচিত নয়। পূর্ণাঙ্গ অনুসন্ধানের মাধ্যমে শিগগিরই খাশোগি নিখোঁজ রহস্য সমাধানে যুবরাজ আশ্বাস দিয়েছেন বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট।

মঙ্গলবার খাশোগি ইস্যুতে, সৌদি বাদশাহ সালমান এবং পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়েরের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন, রিয়াদ সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কন্স্যুলেট থেকে সালমান প্রশাসনের কট্টর সমালোচক সাংবাদিক জামাল খাশোগি নিখোঁজের পর থেকেই আন্তর্জাতিক মহলে ব্যাপক চাপের মুখে রয়েছে রিয়াদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply