গবাদি পশুর ক্ষুরা রোগের নতুন ট্রাইভ্যালেন্ট টিকা উদ্ভাবন

|

অধ্যাপক আনোয়ার হোসেনের নেতৃত্বে ১৭ জন বিজ্ঞানী গবাদি পশুর ক্ষুরা রোগের নতুন ট্রাইভ্যালেন্ট টিকা উদ্ভাবন করেছেন। নতুন উদ্ভাবিত এ টিকা প্রাণীর প্রটেক্টিভ লেভেলের চেয়ে বেশি এন্টিবডি ও ভাইরাস আক্রমণ প্রতিহত করতে সক্ষম।

বিকেলে গবাদি পশুর ক্ষুরা রোগ প্রতিরোধে উদ্ভাবিত ভ্যাকসিন সম্পর্কে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের উদ্যোগে এই আয়োজন করা হয়। এসময় টিকা উদ্ভাবক টিমের প্রধান বলেন, ক্ষুরা রোগের কারণে বাংলাদেশে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১২৫ মিলিয়ন ডলার। কিন্তু অর্থ ব্যয় করার পরও টিকার মধ্যে পর্যাপ্ত পরিমাণ এন্টিজেন ব্যবহার না করার ফলে অকার্যকর হয়। তবে নতুন টিকার দাম মাত্র ৬০ টাকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply