প্রতি ৫ জন তরুণের মধ্যে ১ জন মানসিক রোগী

|

প্রতি ৫ জন তরুণের মধ্যে ১ জন মানসিক রোগে ভুগছে যা পৃথিবীর মোট জনসংখ্যার ২০ শতাংশ, আন্তর্জাতিক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

সকালে আর্মড ফোর্সেস মেডিকেলে মানসিক স্বাস্থ্য দিবসের অনুষ্ঠানে এ তথ্য জানান মনোরোগ বিশেষজ্ঞরা। বক্তারা বলেন, আধুনিক বিশ্বে তরুণদের মধ্যে মাদকাসক্তি, ইন্টারনেট, এডিকশন, বিষন্নতা, সাইবার ক্রাইম প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। মানসিক রোগে আক্রান্ত তরুণরা যেন চিকিৎসা নেয় সে বিষয়ে গুরুত্বারোপ করেন তারা। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, মানসিক রোগ মানেই কেউ পাগল নয়। মানসিক রোগ ও মাদকাসক্তি কমাতে সচেতনতামূলক কর্মসূচি বাড়াতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply