খুচরা কিছু দল ঐক্য করেছে দুর্নীতিবাজদের সাথে: প্রধানমন্ত্রী

|

বিএনপিসহ কয়েকটি দলের ঐক্য প্রক্রিয়ার কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খুচরা কিছু দল ঐক্য করেছে দুর্নীতিবাজদের সাথে; দেশের উন্নয়ন যাদের চোখেই পড়েনা। বিকালে মাদারিপুরের শিবচরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব বলেন তিনি।

এছাড়া বিএনপিকে খুনীদের দল হিসেবেও উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিডিআর হত্যাকাণ্ডের সাথেও জড়িত ছিল তারা। শুকরিয়া আদায় করেন ২১ যে আগস্ট গ্রেনেড হত্যা মামলার বিচার করতে পারায়।

মুল পদ্মাসেতু দৃশ্যমান হবার পর থেকেই তা নিজের চোখে তা দেখতে আসার ইচ্ছের কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সময় সুযোগ মিলিয়ে রোববার তা পরিদর্শনে আসেন শেখ হাসিনা। সকালে মাওয়া প্রান্তের আনুষ্ঠানিকতা শেষ করে দুপুরে প্রধানমন্ত্রী আসেন জাজিরা প্রান্তে। সেখানে উন্মোচন করেন পদ্মা সেতুর নামফলক, আর উদ্বোধন করেন পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প।

এরপর স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দিতে বেলা সাড়ে তিনটা নাগাদ শিবচরের কাঠালবাড়ি ঘাটে আসেন প্রধানমন্ত্রী। তাদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, উন্নত দেশ গড়ে তোলার লক্ষ্য নিয়েই সব পরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার। এ সময় উঠে আসে ২১শে আগষ্ট গ্রেনেড হামলা মামলার রায় প্রসঙ্গ।
এ সময় কড়া সমালোচনা করেন বিএনপিসহ কয়েকটি দলের সাম্প্রতিক ঐক্য প্রক্রিয়ারও।

পরপর দুইবার আওয়ামী লীগকে সমর্থন দেয়ায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতার জানান প্রধানমন্ত্রী। আগামীতে ক্ষমতায় এলে দক্ষিণাঞ্চলসহ সহ সারা দেশের উন্নয়ন কর্মকাণ্ড আরো এগিয়ে নেবারও প্রতিশ্রুতি দেন শেখ হাসিনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply