খালেদার অনুপস্থিতেই চলবে মামলার শুনানি

|

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতেই চলবে। এ বিষয়ে বিশেষ আদালতের আদেশ পুনর্বিবেচনার বিষয়ে বিএনপি চেয়ারপারসনের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের ডিভিশন বেঞ্চ এই আবেদন খারিজ করে দেন।

পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ জজ আদালত-৫ কদিন আগে খালেদা জিয়ার অনুপস্থিতিতে মামলার বিচার কাজ চলার আদেশ দেন। ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন মামলা করেছিলেন বিএনপি চেয়ারপারসন। এদিকে, বিশেষ আদালত মঙ্গলবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। সেদিন মামলার রায় দেয়ার আবেদন করেছেন দুর্নীতি দমন কমিশন। এদিকে, অরফানেজ মামলায় খালেদা জিয়ার আপিল শুনানিতে আইনজীবীরা বারবার সময় আবেদন করায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্ট বেঞ্চ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply